মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭

বয়ান নামা -১

দেখা গেছে সকল জ্ঞানীরেই "পাগল" বইলা অপজিটরা সম্বোধন করছেন নিজেদের লুঙ্গীর গিট্টু খোলার ডরে।সেইক্ষেত্রে মহানবীরেও ছাড়েনাই ঐকালে।এইকালে রবীন্দ্র ভক্তরাও রবীন্দ্রনাথ এর সমালোচনা সহ্য করতে পারে না তাই সমালোচকরে পাগল ডাইকা রবীন্দ্রনাথ বাঁচানোর ব্যর্থ চেষ্টা আরকি।
আমি যে জ্ঞানী তাতে আপনের সন্দেহ আছে?
-সজল আহমেদ

শনিবার, ১৮ মার্চ, ২০১৭

একাকী কান্না-সজল আহমেদ এর কবিতা



একাকী কান্না

-সজল আহমেদ

যখন নিজেকে একা মনে কর;
কিংবা কাউকে হারিয়ে ফেলো;
পৃথিবীর দিকে তাকিয়ে দেখো-
প্রতিটা কোনায় কোনায় তাকাও

শনিবার, ১১ মার্চ, ২০১৭

গল্পঃ গন্ধপোকা

গন্ধপোকা

(ছোটগল্প)
যিযাম এক মধ্যবিত্ত পরিবারের একমাত্র ছেলে,পিতা রহমত মিয়া মধ্যবিত্ত চাষী।যিযামের সপ্ন বিরাট বড় লোক হওয়া।তার থাকবে একটি বিশাল বাড়ি।সুস্মিতা নামক একটা

বুধবার, ৮ মার্চ, ২০১৭

Oh My Lord-Poetry of Sajal Ahmed

Oh My Lord

-Sajal Ahmed

Oh my Lord!
That day, 
I would be like,when I
See you in front of My eyes?
You can look at me with pity, and I will look
At the bottom,
On that day, my face becomes pale with fear or joy,bright,
I do not know!
So please Forgive me!

মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭

পন্ডিত-সজল আহমেদ এর কবিতা

পন্ডিত

-সজল আহমেদ

শত শত পন্ডিত গোয়া মেরে আজ তালবেলেম থিকা পুরোদস্তুর পন্ডিত হইয়াছি;
একটা সময় গেছে পারার চায়ের টঙে প্রতদিন দু-একটা পন্ডিত জন্মাইছি-
আমি যহন পারার বুদ্ধিজীবীদের বাপ
আর তখনো টোলে মেধাহীন ছাত্রদের ঠ্যাঙায় পন্ডিত সাপ।
পন্ডিতেগো বিদ্যাবুদ্ধিতে ঠাডা পরুক,ক্লাশ অন টুর বইতে-তে সীমবদ্ধ পন্ডিতগণ বিদ্যে বুদ্ধির জাহাজ সাজতে চায়
তাইতো কবিদের আসরে,বুদ্ধিজীবীদের আসরে খালি,গোয়ামারা খায়।

শুক্রবার, ৩ মার্চ, ২০১৭

বুদ্ধ কে দেখেছি:সজল আহমেদ এর কবিতা


বুদ্ধ কে দেখেছি


সজল আহমেদ

আধো আলো আধো অন্ধকারে এচড়ে পাকা চিত্ত ছুটে চলতে চাচ্ছে বুদ্ধের আসরে বুদ্ধের দেশে
অথচ ভিখেরিদের আমি পছন্দ করিনা।
ভিখিরির বেশে বুদ্ধ ভিক্ষে করছে যেখানে থালাহীন ন্যাড়া মাথা নিয়ে;