শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৭

বাংলাদেশ কারো বাপের নিলাম না:সজল আহমেদ এর কবিতা

বাংলাদেশ কারো বাপের নিলাম না

-সজল আহমেদ

যদি ভেবে থাক এইটা তোমার বাপের নিলাম;
তবে এইটা বাংলাদেশ না
বাংলাদেশ কারো বাপের নিলাম না।
ক্ষমতার লড়াইয়ে আমরা কুপোকাত হয়ে
ক্ষণিকের জন্য তোমাদের হাতে দিয়েছি;
তোমরা ভেবেছো আমরা হেরে গিয়ে হাল ছেড়েছি
অথচ মনে রাখনি; একাত্তরে একদল তাড়িয়েছি
এবার তোমাদের পালা
বাংলাদেশ কারো বাপের নিলাম না।
হরতাল চাঁদাবাজি টেন্ডারবাজি ভোগদখল দুর্নীতি 
যদি ভাব করে তুমি পার পেয়ে যাবে
মনে রেখো একদিন ফল পেয়ে যাবে
যদি ভাবো করেছি এসব এদেশ বাপের নিলাম,
আসলে আত্মা তোমার পেয়ারী পাকিস্তান
বাংলাদেশ কারো বাপের নিলাম না।
যদি ভেবে থাক মন্ত্রী তুমি;নুন চুরি জায়েয তোমার বাংলাদেশ তোমার বাপের নিলাম
তাহলে বেশ ভুলে ডুবে আছো,
নুন চোর-চাউল চোর কম্বল চোররা পেয়ারে পাকিস্তান
বাংলাদেশ কারো বাপের নিলাম না।
কালচারে কালিলেপন করে ভাবো যদি পার পেয়ে যাবে
ভুল করেছ তবে ধরা একদিন খাবে
ইতিহাসের কালোপাতা ধরবে কষে
চপেটাঘাত করবে প্রজন্ম তোমাদের মুখে
ইতিহাস কাউকে ক্ষমা তো করেনা
বাংলাদেশ কারো বাপের নিলাম না।

একটি স্ক্যান্ডালের কান্না:সজল আহমেদ এর কবিতা


একটি স্ক্যান্ডালের কান্না

-সজল আহমেদ

সেক্স তোমাকে বিশ্বাস করে
বন্ধুর বিছানায় নিজেকে এলিয়ে দিয়ে
 তার ত্যাজ্য কে দেহে গ্রহণ করলাম
টেবিলের ফাঁকে পাতা ছিলো প্রতিবিম্বধারক
আমি লক্ষ্য করিনি ঐ বেঈমানকে
একটি রাতের পত্নি হয়ে
যাবতীয় সুখ দেহের কারিডোরে ঢেলে দিয়েছিলাম।
শিহরিত তুমি বলেছিলে এসব গোপনীয়
সব গোপন থাকবে; কাকপক্ষীও জানবেনা
আমি বিশ্বাস করে নিজেকে সপেছি
ডুবেছি তোমার চাহিদায় ;হেতু আমি শিহরিত
তুমি ডেস্কের পাশে লুকিয়ে রেখেছো বাক্স ভরা বেঈমান
আমি দেখিনি বা ভাবিনি ওটা কি।
তোমাকে তৃপ্ত করে যখন আমি ক্লান্ত
তখন নীতিকথা গুলা বেশ মনে পরে;
মামা কোন একদিন কথার ফাঁকে বলেছিলে;ভাদ্দরমাসে কুত্তা দেইখা শিক্ষা নিয়োনা
ভাদ্দর মাসে কুত্তাগুলা কি করে?
যৌনসংগম করে;যা একটা মানুষের দৈনন্দিন রুটিরুজির লাহান।
তবে কুত্তা করে ব্রাত্যদের মত আর আমরা ঘরে বসে।
আমার এখন নিজেকে ব্রাত্যদের মতন মনে হয়,
যখন নিজের স্ক্যান্ডাল প্রতিবিম্বে দেখি,
ভাঙ্গাভাঙ্গা স্বরে,অামার অর্গাজম দর্শকদের শিশ্নে জল আনে।