শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৭

ঘুম:সজল আহমেদ এর কবিতা

ঘুম

-সজল আহমেদ

কত ঘুম যে জীবনে হারাম করেছি তার হিসেব দেবো কাকে?
ঘুমগুলো মোর হাওয়া হয়ে সব উড়ে গেছে দূর আকাশে,
ঘুম রাজ্যে লাগছে তালা,
আমার ঘুম সব হারাম করে ঘুমিয়ে আছেন
ঘুমরাজা। 
ঘুম গুলো সব চোখে জড় হোক
চোখের পাতা ঘুমে ভারি হোক
জনমের ঘুম ঘুমাইতে চাই
একটু ঘুমাইতে চাই।
শীতের রাইত আইলে পরে হুক্কা হুয়া শিয়ালের ডাক শুনছি তবুও ঘুমাইনি
রাতের শিকারী বাদুর পেঁচা-পেঁচী ঘুমায়ে গিয়েছে তবু আমার চোখে ঘুম আসেনি।

গরমের রাইত আইলে পরে গরমে এপাশ ওপাশ করেছি,
গা-গতর ঘামে ভিজছে ঘুম চোখে আসেনি
ঝিঁঝি করে ঝিঁঝিঁ পোকাদ্বয় একসময় ক্লান্ত হয়ে ঘুমায়ে নিয়াছে আমি কিন্তু ঘুমাইনি।
বর্ষা আমার প্রিয় ঋতু;ভাবতাম একদা তুমুল বর্ষনে ঘুমায়ে যামু
ঘুমায়ে ঘুমায়ে রূপকথার সপ্ন দেখমু
যখন রিমঝিম বৃষ্টির শব্দ চোখে এনেছে ঘুম
হঠাৎ আকাশে ঠাটার আওয়াজ ঘুমাইতে দেয়নি!

তাই,শ্রান্ত আমি ক্লান্ত দেহে একটু ঘুমাইতে চাই,
সারাটা রাইত বিছানার পর, অবিবাহিত রমনী দিগদের ন্যায় এপাশ ওপাশ করে
একটু ঘুমাইতে চাই।
-সজল আহমেদ
কত ঘুম যে জীবনে হারাম করেছি তার হিসেব দেবো কাকে?
ঘুমগুলো মোর হাওয়া হয়ে সব উড়ে গেছে দূর আকাশে,
ঘুম রাজ্যে লাগছে তালা,
আমার ঘুম সব হারাম করে ঘুমিয়ে আছেন
ঘুমরাজা। 
ঘুম গুলো সব চোখে জড় হোক
চোখের পাতা ঘুমে ভারি হোক
জনমের ঘুম ঘুমাইতে চাই
একটু ঘুমাইতে চাই।
শীতের রাইত আইলে পরে হুক্কা হুয়া শিয়ালের ডাক শুনছি তবুও ঘুমাইনি
রাতের শিকারী বাদুর পেঁচা-পেঁচী ঘুমায়ে গিয়েছে তবু আমার চোখে ঘুম আসেনি।

গরমের রাইত আইলে পরে গরমে এপাশ ওপাশ করেছি,
গা-গতর ঘামে ভিজছে ঘুম চোখে আসেনি
ঝিঁঝি করে ঝিঁঝিঁ পোকাদ্বয় একসময় ক্লান্ত হয়ে ঘুমায়ে নিয়াছে আমি কিন্তু ঘুমাইনি।
বর্ষা আমার প্রিয় ঋতু;ভাবতাম একদা তুমুল বর্ষনে ঘুমায়ে যামু
ঘুমায়ে ঘুমায়ে রূপকথার সপ্ন দেখমু
যখন রিমঝিম বৃষ্টির শব্দ চোখে এনেছে ঘুম
হঠাৎ আকাশে ঠাটার আওয়াজ ঘুমাইতে দেয়নি!

তাই,শ্রান্ত আমি ক্লান্ত দেহে একটু ঘুমাইতে চাই,
সারাটা রাইত বিছানার পর, অবিবাহিত রমনী দিগদের ন্যায় এপাশ ওপাশ করে
একটু ঘুমাইতে চাই।