রবিবার, ২৯ জানুয়ারী, ২০১৭

সজল আহমেদ এর প্রেমের কবিতা: এই জোসনা তোমার আমার

এই জোসনা তোমার আমার

-সজল আহমেদ


তোমার হাতটা ছুঁয়ে দেয়;
আমার অবাধ্য স্পর্ধা,
চায় না এ চিত্ত এই জোসনায়
থাকুক দুজনার মাঝে কোন বেড়াজাল বা পর্দা।
জোনাকি শুসে নিয়েছে
আমার যত ছিলো কুন্ঠা,
চাঁদের আলোয় তোমাকে দেখে ;
পালিয়েছে ছিলো যত ভয় কুন্ঠা,
তুমি ও নয় লজ্জা-মন
প্রকাশ পাচ্ছে তোমার উত-রোল আবেগ
আমায় জড়িয়ে ধর।
কোন ভয়ভীতি হীণমন্যতা;
ছুঁতে পারবেনা আমাদের-
এই জোসনা;আমি-তুমি
আর,
জোনাকি ঝিঁঝিঁ পোকা ;চাঁদ তারাদের।
অধরে-অধর চেপে আছি
অধরা আবেগ দুজনাতে-
একজোড়া জড়িয়ে আছি;কায়া শিহরিত,
তুমিও নয় লজ্জা-মন
প্রকাশ পাচ্ছে তোমার উত-রোল আবেগ
শক্ত করে আমায় জড়িয়ে ধর।
২৮/০১/২০১৭ ইং