বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৭

কবিতা: বন্ধু প্রয়াত রায়হান

প্রিয় রায়হান,
আকাশের ঠিকানায় আজ
চিঠি লিখে দিলাম;কান্নাগুলো মেঘে ভাসিয়ে আমাদের কথোপকথনের মেইল পাঠালাম বজ্রধ্বনীতে
বন্ধু রিপ্লাই দিবি কিন্তু!
একদিন বলেছিলি;বন্ধু চলে আসিস আমার বাড়ি আড্ডা হবে চায়ের কাপে;
তোর বাড়ি তো মেঘের ওপারে যাবো কি করে?
ইনিয়ে বিনিয়ে পাশের গায়ের অমুক মেয়েকে টেনে আনা আর সুরুৎ করে শিউলি ফুফুর এক কাপ আদা চা সাবাড় করে দেয়াকে মনে করে;
তোর ঠিকানায় এক কাপ চা পার্সেল করে দিতে চাই বল খুশি মনে গল্পটা জমবে কি?
চায়ের দাম আমিই দেবো সিগারেট তোর টাকার,তবুও গল্পটা আজ জমাতে চাই;
জানি গল্প শেষে মুভি চাইবি তাই নতুন কালেকশন নিয়ে এসেছি।
কাকিমার পা ছুুঁয়ে সালাম করে সেই যে একবেলার চাকুরী করে এলি আর গেলিনা
মা পরের চাকুরী করা মোর সহ্য হয়না বলে গেলি পাশ কাটিয়ে;
চায়ের কাপ হাতে বল্লি এসব কথা সহাস্যে
তোর সেই পুরোনো হাসি;ওসব ভুলে যাবে কার সাধ্যি?
আবার ফোন করে মুভি আছে কিনা জিজ্ঞেস কর,
চা খাওয়াবো কিনা জানতে ফোনেই বাতচিত কর
আমি খুশি হব,তোকে মনে করে।
তোর গোশত গুলো হাড়গোড় গুলো ব্যাকটেরিয়া গায়েব করেছে জানি
স্মৃতি কেটে ফেলার কে আছে?
স্মৃতি তো পারবেনা কেউ কাটতে এটুকুই মনের বল।
তোর কথা আর মনে করতে চাইনা।
ওগুলো এখন পুরোনো স্মৃতি
ওতে শান দেই আর ভাবি -
বন্ধু তুই কবে ফিরবি?
কবে তোর ছুটি?
০৬/০২/২০১৭ (সজল আহমেদ)

বাণী চিরন্তন ২ :কবিরা মিথ্যুক

কবিরা সব মিথ্যুক হয়
কারণ তাগো সব কবিতা মিথ্যা আশা ভরসা আর কাহিনী দিয়া পরিপূর্ণ 
-সজল আহমেদ

বাণী চিরন্তন ১

যে তোমাকে অবজ্ঞা করেনা সে তোমার বন্ধু না
সে নেহাৎই সুযোগবাদী
-সজল আহমেদ