রবিবার, ২১ মে, ২০১৭

শ্রমিক


-সজল আহমেদ

শ্রমিকের ঘাম গড়িয়ে মুখে পরে নোনতা স্বাদে মুখ থিতু হয়ে যায়
বক্তার বকবকে কান ফেটে চৌচির হয়।
তুমি বক্তা বকবকে ১ টা বেলা,
শ্রমের মূল্য দিতে ফাল পারো ম্যালা।
সাম্বাধিক সকল কলম হাতে

বুধবার, ১০ মে, ২০১৭

‘পেটি বুর্জোয়া ’ মানববন্ধন এবং ‘নিম্নবিত্ত’

-সজল আহমেদ

আমাগো ছাত্র-শিক্ষক-লেখক-শিল্পী-সাংবাদিক-সংস্কৃতিকর্মী নামক পেটি বুর্জোয়ারা যে গরীবগো জন্য না তাঁরা যে সেই

সোমবার, ৮ মে, ২০১৭

রবীন্দ্র সমালোচনার নামে

-সজল আহমেদ


আমরা রবীন্দ্র সমালোচনার নামে কিছু সমালোচনা করি বাইবেল নীতিতে অথবা প্রথিত বিদ্বেষ থেকে। বাইবেলের মত বাপের দোষ সন্তানের মাথায় চাপাতে চাই।

মঙ্গলবার, ২ মে, ২০১৭

কবিতাঃ দেবী দুবি প্রগতি

দেবী দুবি প্রগতি

-সজল আহমেদ

পুনঃপুন ঈসরাফিলের চোঙ্গায়
প্যাঁপু ফুক মারে,
দুনিয়া তো ধ্বংসের পথে।
মানুষই তো মানুষের গোয়া মেরে খায়
দেবী থেমিস ভেতরথে ব্লোজব দেয়
জেগে ওঠ প্রগতি পাছায় তোমার কে শিঙ্গা লাগায়।
বসচা পুনরায় মাথাচাড়া দেয়