মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭

ভাতের অভাব নাই :সজল আহমেদ এর কবিতা

ভাতের অভাব নাই

~সজল আহমেদ~

ভাত উড়ছে আকাশে বাতাসে দরীদ্রতার কোন ছাপ নেই এই শহরের গোপন পতিতা পল্লিতে খদ্দেরের ও অভাব নেই।
দেহের কোটরে
শান্তি চলে, পেট ভরে যায় দুবেলা দুমুঠা ভাতে খদ্দের আসে খদ্দের যায়, দশ মিনিট সময় কাটায়।
৫০ টাকায় দেহ বিলিয়ে ২বার, ২বেলার ভাতের জোগাড় করে চলে যায় একটি পরিবার।
ঐ বস্তির ভাত না খেতে পাওয়া নাম করে, হাড্ডিসার কংকালসার দুটো ছেলেকে পত্রিকার পাতায় লেপ্টে রেখেছে ফডু সাংবাদিক;
সাংবাদিকরা কি সাংঘাতিক!
আমাদের মহামতি সরকারের বিরুদ্ধে এক প্রিন্ট মিডিয়ার নব ভাওতাবাজি।
মাথার উপরে চালা নেই যার পাতিল ভর্তি ভাত আছে তার, আছে পাশে দুটাকার সরকার।
দুবেলা ভাত না খেয়ে এখন আর কেউ মরেনা।
এই শহরের মাটির কীটেরাও ভাত খেয়ে দিব্যি পেট উচিয়ে চলে
চালের কেজি এক হালী ডিমের দর ওরা ঐ কংকালসাররা ভাত খাচ্ছে কেন ভাতের দরে ডিম খেয়ে বড়লোকের বাচ্চাদের মত বল্ডি বিল্ডার হোক।
২৫/০২/২০১৭ ইং

1 টি মন্তব্য: