বুধবার, ১০ মে, ২০১৭

‘পেটি বুর্জোয়া ’ মানববন্ধন এবং ‘নিম্নবিত্ত’

-সজল আহমেদ

আমাগো ছাত্র-শিক্ষক-লেখক-শিল্পী-সাংবাদিক-সংস্কৃতিকর্মী নামক পেটি বুর্জোয়ারা যে গরীবগো জন্য না তাঁরা যে সেই ৪৭ থিকা পেটি বুর্জোয়াদেরই স্বার্থে লড়াই করতাছে তা বুঝতে বেশি বেগ লাগেনা।কয়েকদিন আগে যখন বাপ মাইয়া ট্রেনে কাটা পরলো বিচার না পাইয়া তখন এগো বিচার চাইয়া আমি অন্তত কোন ছাত্র-শিক্ষক-লেখক-শিল্পী-সাংবাদিক-সংস্কৃতিকর্মীরে সভা সমাবেশ বা মানবন্ধন দেখিনাই অথচ যখন বনানীর রেইন ট্রি হোটেল মালিকের পোলা ও আপন জুয়েলার্স এর মালিক পক্ষের পোলা ২টা পেটি বুর্জোয়া ঘরের মেয়েরে ধর্ষন করলো তখন ঠিকই আমাগো ‘ছাত্র-শিক্ষক-লেখক-শিল্পী-সাংবাদিক-সংস্কৃতিকর্মী নামলো যেহেতু তাঁরা নিজেরাও পেটি বুর্জোয়া । যাইহোক, আমি বলতাছিনা যে মানববন্ধন করবেন না।তবে হ মানববন্ধন করলে নিম্নবিত্তগো জন্যও করেন।একই লগে বঙ্গবন্ধু হন, ভাসানী হন। নুনু হইয়েন না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন