রবিবার, ২১ মে, ২০১৭

শ্রমিক


-সজল আহমেদ

শ্রমিকের ঘাম গড়িয়ে মুখে পরে নোনতা স্বাদে মুখ থিতু হয়ে যায়
বক্তার বকবকে কান ফেটে চৌচির হয়।
তুমি বক্তা বকবকে ১ টা বেলা,
শ্রমের মূল্য দিতে ফাল পারো ম্যালা।
সাম্বাধিক সকল কলম হাতে

ফোয়ারা লিখে যায় তোমার -তুলে দেয় সম্পাদকীয় পাতাতে,
শ্রমিকের বাকিবেলা চলে যায় লাথি গুতোতে।
কখনো বা বড় সাব পাট করে পিটিয়ে।
ঐ যে শ্রমিকের দলের সমাজতন্ত্রী ভাইজান
মুখে ছোটে তীব্রবুলি -শ্রমিকের তরে দিয়ে দেবে জান!
হু হা হা হা হা হা হেসে হই খুন
শ্রমিক মোটে একবেলার বাকি বেলা হালারপুত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন